31 안에 ·번역하다

বন্ধুরা সবাই মিলে একসাথে ঘুরতে যাবো ভাবতে ভাবতে বন্ধুরাই হারিয়ে যায়। কখনো টাকা থাকে না, কখনো সময় থাকে না আবার কখনো পরিবার মানে না। তারপর একসময় বন্ধুরাও আর থাকে না । যে যার মতো দূরে চলে যায়, ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পরে, দেখা হয় না, কথা হয় না, যোগাযোগ আসে। জীবন তো এমনই, তাই না ?

🎬 দারুচিনি দ্বীপ