31 میں ·ترجمہ کریں۔

মানুষ হারায় তখনই, যখন ভালোবাসার জমিতে অযত্নের আগাছা মাথা তোলে।
অপমানের প্রতিধ্বনি আর অবহেলার নীরবতা, ধীরে ধীরে সম্পর্কের মাটি খসিয়ে দেয়।

যত্নের অভাবে, বিশ্বাসের ফাটলে, কাছের মানুষ হয়ে ওঠে দূরের স্মৃতি।
আর সেই স্মৃতির গল্পে, থেকে যায় শুধুই এক শূন্যতা।🖤