জানালা খুললেই যে গাছটা দেখা যায় এই গাছটার সাথে আমি প্রায়ই কথা বলি। আমি জানি কখনো উত্তর আসবে না তবুও বলি ।
কথা জমে গেলে আর কথা থাকে না। মানুষের একটা বড় অক্ষমতা হল, মানুষ সময়ের কথা সময় বলতে পারলে পরবর্তীতে সেই কথা বলার শব্দ হারিয়ে ফেলে।
তাই আমার মনে হয় কথা বলা জরুরি। যে গাছটি আমার কথা শুনলো, সে মূলত আমার দীর্ঘ শব্দ গুলো নিজের করে নিলো।
Giống
Bình luận
Đăng lại