আবূ হুরাইরা (রা.) হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ বলেনঃ তোমরা কি মনে কর যে, আমার দৃষ্টি (কেবল) ক্বিবলার দিকে? আল্লাহর কসম! আমার নিকট তোমাদের খুশু’ (বিনয়, একাগ্রতা) ও রুকূ’ কিছুই গোপন থাকে না। অবশ্যই আমি আমার পেছন হতেও তোমাদের দেখতে পাই। (সহীহ বুখারী ৪১৮)
খুশু মানে নামাজে আপনার একাগ্রতা। এটা একান্তই মনের কথা অথচ আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা আমাদের নবীকে এটাও জানতে পারার ক্ষমতা দিয়েছেন।
Mi piace
Commento
Condividi