31 ш ·перевести

প্রসঙ্গত উল্লেখ্য যে, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা বলেন,

“বলুন, তোমরা কাজ (আমল) করতে থাক। অচিরেই তোমাদের কার্যকলাপ আল্লাহ দেখবেন এবং তাঁর রসূল ও বিশ্বাসীগণও দেখবে। আর অচিরেই তোমাদেরকে অদৃশ্য ও প্রকাশ্য বিষয়ের জ্ঞাতা (আল্লাহর) দিকে প্রত্যাবর্তিত করা হবে। অতঃপর তিনি তোমাদেরকে তোমাদের সকল কৃতকর্ম জানিয়ে দেবেন।” (সূরা তাওবাহঃ ১০৫)

অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা চাইলে শুধু রাসূল নন, আল্লাহ’র প্রিয় বান্দারাও গোপনীয় আমল বা কথা সম্পর্কে অবহিত হতে পারেন। যেমন হাদিসে পাকে ইরশাদ হয়েছে,

রাসূলুল্লাহ ﷺ বলেনঃ তোমরা মুমিনের দূরদৃষ্টি সম্পর্কে সজাগ থাক। কারণ সে আল্লাহ্ তা’আলার নূরের সাহায্যে দেখে। তারপর তিনি পাঠ করেনঃ “নিশ্চয় এতে নিদর্শন রয়েছে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য।” (সূরা আল-হিজরঃ ৭৫)। (সূনান আত তিরমিজী ৩১২৭)