আহলে হাদিসগণ ঘড়ির ডাক্তারসহ বিভিন্ন ডাক্তারদের কথা মানতে তাদের কোন অসুবিধা হয় না, কিন্তু আমরা একজন তাবেয়ী ইমাম আবু হানিফা (ﷺ) এর কথা মানলে তাদের এত গাঁ জ্বলা, অথচ হাদিসের পরিভাষায় উনার কথাও হাদিস। আলবানীর অনুসারীরা তার প্রশংসায় লিখেছে যে- “পৃথিবীর মুসলিমদের সম্মুখে বিশুদ্ধ সুন্নাহ উপস্থাপন কারার তাওফীক যে কয়জন বান্দাকে দিয়েছেন তাদের মধ্যে হাফিয যাহাবী (রহ.), ও হাফিয ইবনে হাজার আসকালানী (রহ.)-এর পর আল্লামা মুহাম্মদ নাছির উদ্দিন (রহ.)-এর নাম বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে।” ১৪৮৪৮ . আবুল কালাম আযাদ, ছহীহ হাদিসের পরিচয় ও হাদীছ বর্ণনার মূলনীতি, ৭ পৃষ্ঠা
MD Nafis islan
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟