9 ш ·перевести

আমি আবার সেই আগের দিনগুলো আমার জীবনে চাই সেই বিকেলে দুজন একসাথে সূর্য ডোবার সময়টুকু একসাথে ফিরে আনতে চাই ওই রেল লাইনের রাস্তায় তোমাকে নিয়ে হাতে হাত দিয়ে একসাথে দুজনে আবার হাটতে চাই ভালবাসতে চাই তোমাকে আমি আগের তোমার কোলে মাথা রেখে আমি নিঃশ্বাস ফেলতে চাই