বাবার বুদ্ধি আর ছেলের কাণ্ড
রফিক আর তার বাবা রাজু ছিলেন গ্রামের পরিচিত মানুষ। রফিক ছিল একটু অলস আর ঢিলেঢালা ছেলে, আর রাজু বাবার মন ছিল খুবই উদার। একদিন রফিক কাজ থেকে ফাঁকি দিতে গিয়ে বলল, “বাবা, আজ স্কুল যাবো না, একটু বিশ্রাম দরকার।”
রাজু হাসলেন আর বললেন, “ঠিক আছে, তবে তোমাকে একটা কাজ দিচ্ছি। আজ সন্ধ্যায় যখন আমি বাজারে যাব, তখন তোমাকে গোয়াল থেকে ১০ গরুর খোঁজ নিতে হবে।”
রফিক অবাক হলো, কারণ গোয়াল থেকে দূরে বাস করত। কিন্তু রাজুর কথা তো মেনে চলতেই হবে।
সন্ধ্যায় রফিক গেল গোয়ালে। সে এক এক গরুর নাম জানতে চাইতে শুরু করল। গরুর খামারি অবাক হয়ে বলল, “এগুলো তো গরু, নাম কেন চাইছ?”
রফিক ভাবলো, ‘বাবা তো বলেছে খোঁজ নিতে, নাম জিজ্ঞেস করাই তো খোঁজ নেওয়া!’ তাই সে একটার পর একটা নাম করল — কালু, ঝিনুক, রাধা, ঝিলমিল...
কিন্তু একটি গরু ছিল যেটা খুব ছদ্মবেশী, তার নাম দিলো ‘বুদ্ধিমান’। সবাই হাসতে হাসতে বলল, ‘তুই বুদ্ধিমান নাকি!’
বাজার থেকে ফিরে রাজুকে বললো, “বাবা, গোয়ালে গরুর নামগুলো জেনে এলাম।”
রাজু বললেন, “ভালো করেছিস, ছেলে। বুদ্ধি আর পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না।”
রফিক বুঝতে পারল, বাবার শিক্ষায় শুধু কাজ করলেই হবে না, বুদ্ধি আর মনোযোগও দিতে হবে।
#sifat10
Turj03
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟