নিয়মের জালে নিজেকে না বেধে,আমার ভেঙ্গে যাওয়া কাচের চুড়ির মতো কিছু নিয়ম ভেঙ্গে, পারতে কোন তারা ভরা গভীর রাতে এক গুচ্ছ কাঠ গোলাপ নই মুঠো ভর্তি বকুলফুল নিয়ে আসতে,সাড়া রাত হাত ধরে গল্প করে কাটা তে, তারা দিয়ে আমায় সাজাতে....মুঠো বন্দি করে কিছু জোনাকির আলো দিতে... তুমি চাইলে পারতে
কোন ভর দুপুরে রোদ কে ছায়া করে দিয়ে আমায় নিয়ে দিঘীর জলে ছবি আকতে, মানব ছায়ার ছবি.... তুমি চাইলে পারতে বৃষ্টির ফোটা হয়ে ঝড়ে পড়তে মধ্য দুপুরে দিঘীর জলে, এক এক ফোটায় আমার আস্টে পিস্টে লিপ্টে থাকতে। তুমি চাইলে পারতে সন্ধ্যার গোধলিতে আমায় রাঙ্গাতে, আমার না বলা অভিমান ভাঙ্গতে....শুধু তুমি চাওনি বলে শত চাওয়ার পূর্ণতা আজো পায়নি....তুমি বন্দী নিয়মের জালে,আর আমি পদ্ম হয়ে ভেষে আছি দিঘীর জলে.....তুমি চাইলে হয়তো প্রেমের পুজায় পেতাম ঠাই,তুমি চাওনি বলে আমি নিছক তাই,,

Sadia Akter
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
Iftekhar Rahat
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
MD Muntasir
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟