যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিখ্যাত মার্কিন র্যাপার ও প্রযোজক লিল জন।
দিকে দিকে যখন ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে পশ্চিমারা, ষড়যন্ত্র করছে ইসলামের বিরুদ্ধে, ইসলামকে পশ্চাৎপদ কুসংস্কারাচ্ছন্ন সেকেলে ধর্ম হিসেবে আখ্যা দিচ্ছে, ঠিক তখনই, তাদেরই দুর্গের ভেতর, কেউ কেউ শানিত কণ্ঠে পাঠ করে উঠছে কালিমায়ে শাহাদাতের চিরন্তন বাণী। লিল জনের ইসলাম গ্রহণ সেই মহাসত্যের ধারাবাহিকতার অংশ।
এ যেন মহান আল্লাহর সেই শাশ্বত ঘোষণার চাক্ষুস প্রমাণ—‘তারা তাদের মুখের ফুঁৎকারে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তা হতে দিবেন না, তিনি তাঁর আলোকে পূর্ণ না করে ছাড়বেন না, যদিও কাফিরগণ তা অপছন্দ করে।’
লিল জনের জন্য আমাদের ঐকান্তিক দোয়া—আল্লাহ তার এই সাহসী সিদ্ধান্তকে কবুল করুন। পার্থিব জগতের সকল অকল্যাণ ও চক্রান্ত থেকে হেফাজতে রাখুন, অন্ধকার পথের যাত্রীদের সামনে তাকে সত্যের নমুনা হিসেবে বরিত করুন, আমীন।
MD Muntasir
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?