12 ш ·перевести

সাপ ও বাঁশিওয়ালা

এক ছোট্ট গ্রামে হঠাৎ একদিন দেখা গেল, প্রতিদিন সন্ধ্যার পর একটা বড় সাপ এসে গ্রামের পথঘাট দখল করে নেয়। লোকজন ভয়ে বাড়ি থেকে বের হতো না। দোকানপাট বন্ধ, মেলামেশা বন্ধ, যেন এক আতঙ্কগ্রস্ত জনপদ।

গ্রামবাসীরা অনেক চেষ্টা করল—ওঝা আনল, আগুন জ্বালাল, লাঠি নিয়ে তাড়া দিল—কিন্তু কিছুতেই সাপটা পালায় না। বরং গর্জে উঠে, ফণা তোলে, মানুষ তাড়া করে। একসময় সবাই হাল ছেড়ে দিল।

তখন একদিন, বাইরে থেকে এক বাঁশিওয়ালা এল। পরনে ছেঁড়া জামা, চোখে চঞ্চল দৃষ্টি। সে বলল, “আমি শুনেছি, এখানে এক ভয়ংকর সাপের উপদ্রব চলছে? আমি সেটা তাড়াতে পারি, তবে কিছুই চাই না—শুধু যদি এক বেলা খাবার দাও।”

লোকজন তাকে অবিশ্বাস করল। কেউ বলল, “তুই কি ওঝা? না পাগল?” বাঁশিওয়ালা হাসল, “আমি স্রেফ একজন বাঁশিওয়ালা।”

সেদিন সন্ধ্যায় সে গ্রামের মাঝে দাঁড়িয়ে বাঁশি বাজাতে শুরু করল। মধুর, মনকাড়া সুর। কিছুক্ষণ পরই দেখা গেল, সেই ভয়ঙ্কর সাপটা যেন মোহিত হয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সাপটা আর কাউকে ভয় দেখাল না, ফণা তুলল না, বরং বাঁশির সুরে দুলতে লাগল।

বাঁশিওয়ালা বাঁশি বাজাতে বাজাতে গ্রাম থেকে দূরের এক জঙ্গলের দিকে হাঁটল। সাপ তার পেছনে পেছনে চলল। সবাই নিঃশ্বাস আটকে দেখল। যখন সে সাপকে দূরে নিয়ে গিয়ে বাঁশি থামাল, তখন সাপটা গর্তে ঢুকে আর বের হলো না।

গ্রাম আনন্দে ফেটে পড়ল। এক বুড়ো বলল, “কী জাদু করলি?” বাঁশিওয়ালা হেসে বলল, “জাদু নয়, সুর। ভয়কে ভয় না দেখিয়ে যদি মায়া দেখাও, তখন সে আপনিই শান্ত হয়ে যায়।”

সে শুধু এক থালা খিচুড়ি খেয়ে হেসে হেসে চলে গেল।

#sifat10

1 час ·перевести
💞💞"ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা দেখা যায় না ছোঁয়া যায় না
—কেবল হৃ'দয় দিয়ে অনুভব করা যায়-
💗🥀"

💖💖"তুমি আমার জী'বনের সেই মানুষ যার সাথে কাটানো প্রতিটা মু'হূর্ত স্ব'প্নের মতো সু'ন্দর-💗🥀"

❤️‍🩹❤️‍🩹"ভালোবাসা মানে একস'ঙ্গে থাকার প্রতি'শ্রুতি সুখে-দুঃখে হাত না ছাড়ার অ'ঙ্গীকার-💗🥀"

💑 💑"তোমার একটি হাসি আমার দিনের সব ক্লা'ন্তি দূর করে দেয়-💗🥀"

🌙🌙"তুমি আমার আকাশের চাঁ'দ আমার জী'বনের আলো আমার হৃ'দয়ের স্প'ন্দন-💗🥀"

💝💝"ভালোবাসা কখনো দূ'রত্ব বোঝে না, শুধু বোঝে হৃ'দয়ের টান-💗🥀"

🥰🥰"তোমার ভালোবাসার ছোঁয়ায় আমার পৃ'থিবী বদলে যায় যেন এক নতুন সকাল জ'ন্ম নেয়-💗🥀"

❤️❤️"ভালোবাসা হলো দুটি আ'ত্মার একত্রে পথচলা যেখানে একে অপরের সুখই সবচেয়ে বড় আনন্দ-💗🥀"

🖤🖤"বেঁ'চে থাকুক পৃ'থিবীর সকল ভালোবাসা!
1 час ·перевести

💞💞"ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা দেখা যায় না ছোঁয়া যায় না
—কেবল হৃ'দয় দিয়ে অনুভব করা যায়-
💗🥀"

💖💖"তুমি আমার জী'বনের সেই মানুষ যার সাথে কাটানো প্রতিটা মু'হূর্ত স্ব'প্নের মতো সু'ন্দর-💗🥀"

❤️‍🩹❤️‍🩹"ভালোবাসা মানে একস'ঙ্গে থাকার প্রতি'শ্রুতি সুখে-দুঃখে হাত না ছাড়ার অ'ঙ্গীকার-💗🥀"

💑 💑"তোমার একটি হাসি আমার দিনের সব ক্লা'ন্তি দূর করে দেয়-💗🥀"

🌙🌙"তুমি আমার আকাশের চাঁ'দ আমার জী'বনের আলো আমার হৃ'দয়ের স্প'ন্দন-💗🥀"

💝💝"ভালোবাসা কখনো দূ'রত্ব বোঝে না, শুধু বোঝে হৃ'দয়ের টান-💗🥀"

🥰🥰"তোমার ভালোবাসার ছোঁয়ায় আমার পৃ'থিবী বদলে যায় যেন এক নতুন সকাল জ'ন্ম নেয়-💗🥀"

❤️❤️"ভালোবাসা হলো দুটি আ'ত্মার একত্রে পথচলা যেখানে একে অপরের সুখই সবচেয়ে বড় আনন্দ-💗🥀"

🖤🖤"বেঁ'চে থাকুক পৃ'থিবীর সকল ভালোবাসা!

image
1 час ·перевести

"Yellow love হলো সূর্যের আলোয় ভরা এক উজ্জ্বল অনুভূতি, যা আনন্দ, সুখ আর বন্ধুত্বের প্রতীক। এটি সম্পর্ককে করে উষ্ণ, প্রাণবন্ত ও আশাবাদী। হলুদ ভালোবাসা মনকে ভরিয়ে দেয় হাসি আর ইতিবাচকতায়, আনে নতুন সূচনা ও বিশ্বাসের বার্তা, যা চিরকাল হৃদয় আলোকিত করে রাখে।" (≈300 character)

2 часы ·перевести

"Nil love হলো আকাশের নীলের মতো গভীর, সমুদ্রের ঢেউয়ের মতো সীমাহীন। এতে আছে প্রশান্তি, বিশ্বাস আর চিরন্তনতার ছোঁয়া। নীল ভালোবাসা মনকে শান্ত করে, দুঃখ দূর করে এবং হৃদয়ে নতুন আশার আলো জ্বালায়। এটি বিশ্বস্ততা, আস্থার প্রতীক এবং অনন্ত প্রেমের রূপক।" (≈300 character)

2 часы ·перевести

Footballer




















ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা দেখা যায় না ছোঁয়া যায় না
—কেবল হৃ'দয় দিয়ে অনুভব করা যায়-
💗🥀"

💖💖"তুমি আমার জী'বনের সেই মানুষ যার সাথে কাটানো প্রতিটা মু'হূর্ত স্ব'প্নের মতো সু'ন্দর-💗🥀"

❤️‍🩹❤️‍🩹"ভালোবাসা মানে একস'ঙ্গে থাকার প্রতি'শ্রুতি সুখে-দুঃখে হাত না ছাড়ার অ'ঙ্গীকার-💗🥀"

💑 💑"তোমার একটি হাসি আমার দিনের সব ক্লা'ন্তি দূর করে দেয়-💗🥀"

🌙🌙"তুমি আমার আকাশের চাঁ'দ আমার জী'বনের আলো আমার হৃ'দয়ের স্প'ন্দন-💗🥀"

💝💝"ভালোবাসা কখনো দূ'রত্ব বোঝে না, শুধু বোঝে হৃ'দয়ের টান

image