9 ভিতরে ·অনুবাদ করা

ছোট্ট মোরগের বড় বুদ্ধি

এক ছোট্ট গ্রামের ঘরের ছাদে বাস করত এক মোরগ, নাম তার ঝংকার। ঝংকার ছিল দুষ্টু, কিন্তু বুদ্ধিতে তেজস্বী। সে সকাল বেলায় গেয়ে সবাইকে ঘুম থেকে জাগিয়ে দিতো।

একদিন গ্রামের এক শিকারি এল। সে দেখতে পেয়ে বলল, “এই মোরগকে ধরেই ফিরব, ওর মাংস বাজারে ভালো দাম পাবে।”

ঝংকার বুঝতে পারল, এবার চালাক হতে হবে। সে গ্রামের গরুর পাশে গিয়ে গিয়ে বলে উঠল, “আমাকে সাহায্য করো, আজ আমি বড় বিপদে!”

গরু বলল, “কী সমস্যা?”
ঝংকার বলল, “এক শিকারি আমাকে ধরে নিতে চায়, আমাকে বাঁচাতে তোমার সাহায্য চাই।”

গরু বলল, “আমি তোমাকে লুকিয়ে রাখব।” কিন্তু শিকারি গরুর কাছে এসে জানতে চাইলো, “তুমি মোরগ দেখেছো?”

গরু সরল হয়ে বলল, “না, দেখিনি।”

ঝংকার এরপর পাশের গাছের কাছে গিয়ে বলে, “তুমি যদি আমার কথা শোনো, আমাকে বাঁচাও।” গাছও মিথ্যা বলল শিকারিকে।

শিকারি হতাশ হয়ে ফিরে গেল। ঝংকার হাসলো আর গায়ে গায়ে গরু আর গাছকে ধন্যবাদ দিলো।

এই কিস্সা শেখায়—বুদ্ধি আর মৈত্রী একসঙ্গে থাকলে বড় বিপদও সহজে কাটানো যায়।


#sifat10