এক তরফা ভালোবাসায় যখন বলে আমরা ফ্রেন্ড হয়ে থাকি সেখানে একটা সমস্যা আছে। একজন যখন ফল করে কিন্তু অন্যজন ফল করেনা সেই সম্পর্কগুলোতে মিউচুয়াল রেস্পেক্টর ভারসাম্যটা থাকে না! একজন ফল করলে অটোমেটিক তার এক্সপেকটেশন ক্রিয়েট হবে। সে এভয়েড করলে, ব্যস্ততা দেখালে, রাগ করলে আপনার সবসময় লো ফিল হবে। আপনার মনে হবে আপনি তার যোগ্য না, আপনি কারোরই ভালোবাসা পাবার যোগ্য না। তার বিহেভিওর, কথাবার্তায় সবসময় আপনার মনে হবে আপনি হয়তো কোন ভুল করেছেন, রাগ করলে মনে হবে ভুলটা আপনারই।
অনেকে হয়তো বলবে আপনার কনফিডেন্স কম। কিন্তু ভালোবাসা জিনিসটাই তো এরকম। যখন দুজন দুজনকে ভালবাসে তখন দুজনের কনফিডেন্স মিলে দিগুন হয়ে যায় আবার একজন ফল করলে তখন কনফিডেন্স কেন যেন কমে অর্ধেক যায়! সুতরাং একতরফা ভালবাসা হোক বা বিচ্ছেদের সম্পর্কই হোক ফ্রেন্ড হয়ে থাকার ব্যাপারটাই আত্মঘাতী। সেক্ষেত্রে বড়জোর ফরমাল সম্পর্ক মেইনটেইন করা যেতে পারে।
BD JIME ISLAME
Ta bort kommentar
Är du säker på att du vill ta bort den här kommentaren?