শিরোনাম: "ছায়া"
রাত দশটা। গ্রামের সব বাড়িতে আলো নিভে গেছে। কিন্তু ছোট্ট অনিমেষের চোখে আজ ঘুম নেই। সে বারান্দায় বসে চাঁদের আলোয় দূরের গাছটার দিকে তাকিয়ে আছে। হঠাৎ একটা ছায়া নড়ে উঠল।
সে ভয় পায়নি, বরং কৌতূহলী হয়ে উঠল। ধীরে ধীরে সে নেমে গেল বারান্দা থেকে, পায়ের শব্দ যেন বাতাসও শুনতে না পায়। ছায়াটা গাছের আড়ালে ঢুকে গেল। অনিমেষ পেছন পেছন গেল।
গাছের তলায় গিয়ে দেখল, একটা ছোট হরিণ দাঁড়িয়ে আছে। চোখে তার ভয় নেই, বরং মায়া। হরিণটা অনিমেষের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে জঙ্গলের দিকে চলে গেল।
সেই রাতে অনিমেষ জানল, প্রকৃতি মাঝে মাঝে আমাদের সঙ্গে খেলা করে। সেই খেলার নাম হয়তো "ছায়া", কিন্তু অনুভব হয় সত্যি।
MD Nafis islan
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?