একজন পুরুষ—জীবন তার জন্য সহজ নয়।
পরিবারের নিরাপত্তা
সংসারের খরচ
সন্তানের ভবিষ্যৎ
বাবা-মায়ের চিকিৎসা
স্ত্রীর স্বপ্ন পূরণ
নিজের স্বপ্ন গুমরে রাখা
—অভিমান, কষ্ট, ব্যর্থতা—সব চাপা দিয়ে শুধু একটা কথাই মনে রাখেন—"পরিবার যেন হাসে।"
একজন পুরুষ প্রতিদিন যুদ্ধ করে, অথচ তার গল্পটা কেউ জানে না।
Kao
Komentar
Udio