ঢাকা লালবাগ কেল্লা পাশে আমার বাসা ঘুরতে গিয়ে দেখি তো নানান রঙ্গের মেলা গাছপালা ফুল আরো আছে মানুষ দেখলে ভরে যায় মন এত মানুষের ভিড়ে আমি এক অবলা শিশু ঘুরতে বের হলাম মনে মনে ভয় হচ্ছিল যদি আমি হারিয়ে যাই কে খুঁজে নেবে আমায় ব্যস্ত শহরে আমি আজ এক রঙের মেলা যেখানে হাজারো মানুষের ভিড় নানান থেকে ঘুরতে আসি পাড়ায় পাশে আমার বাসা ভাই যাইয়েন চা খাই দুধ দিব চিনি দিব দিবো চায়ের পাতি সাথে দিবো হালকা করে একটুখানি পানি গরম গরম দিব খেতে দূর করে খাবেন খেয়ে বলবেন কেমন হলো করবেন প্রশংসা নয়তো আমি করব রাগ মনে পাব ব্যথা হাসতে হাসতে হাঁটতে হাঁটতে খেলতে খেলতে যায় দিন আমার তাইতো আমি আজ রঙিন শহরের এক অবলা শিষ্য #befor #everyone #night
Gefällt mir
Kommentar
Teilen
hanif ahmed Romeo
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?