1 Y ·Isalin

আল্লাহর রাসূল ( সা.) বলেছেন - তোমরা জিকির ছাড়া অতিরিক্ত কথা বলো না। কারন, আল্লাহর জিকির ছাড়া অতিরিক্ত কথা হৃদয়কে শক্ত করে দেয়। আর শক্ত হৃদয়ের অধিকারি ব্যক্তিরাই আল্লাহ তায়ালার থেকে সবচেয়ে দূরত্বে অবস্হান করবে।
আল্লাহর রাসূল ( সা.) আরও বলেন - প্রতিটি জিনিসের সাজসজ্জা রয়েছে। আর অন্তরের সাজসজ্জা হচ্ছে আল্লাহর জিকির
বই: সালাত যখন খুশবু ছড়ায় ( তিরমিজি)