আহা কি সুন্দর আকাশে বাতাসে জীবন এক উড়াল পাখির মত কখনো এখানে কখনো ওখানে প্রত্যেকটা মানুষের জীবন কেটে যায় এভাবে হায়রে জীবন ঘুরতে ফিরতে খেতে মজার উল্লাশি কেটে যায় দিন এভাবেই পার করে সারাটা দিন কি করি রে ভাই কাজ না করলে ভাত নাই কাজ করবে বেশি টাকা পাবে বেশি তাই কাজের পিছনে দৌড়াও টাকা তোমাকে খুঁজবে তুমি টাকা দেখো না টাকাই তোমাকে খুজবে জীবনের এ পথে ও পথে ঘুরতে গেলে বুঝা যায় জীবনটা আসলে কি জীবন জীবনের গতিতে চলে এক মহিমায় হায়রে আজব #befor #goodnight #everyone
Giống
Bình luận
Đăng lại