31 میں ·ترجمہ کریں۔

কাহিনী ১ --> বনি ইসরাইলের বারসিসা ও শয়তানের প্রতারণার কৌশল (৪পর্ব এবং শেষ)
শয়তান বলল, "আমাকে সেজদা কর আমি তোমাকে রক্ষা করবো"।
তো বাঁচার জন্য মরিয়া হয়ে বারসিসা শয়তানকে সিজদা করল এবং কাফের হয়ে গেল। সিজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল – "আমি এখন তোমার থেকে মুক্ত। আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্বজগতের প্রতিপালক।" এই বলে শয়তান সেখান থেকে পালালো , এবং বারসিসার শিরচ্ছেদ করা হল। কেয়ামতের দিন বারসিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানের উদ্দেশ্যে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে!

< তাফসিরে ইবনে কাসির। সহিহ হাদিস। হাদিস বর্ণনা করেছেন জুমহুর উলামা সিরাহ। সহিহ প্রমাণ করেছেন ইমাম তিরমিজি >

কুরআন আমাদের বলছে,
• তাদের দৃষ্টান্ত শয়তান যে মানুষকে বলে কুফরি করো। অতঃপর যখন সে কুফরি করে , তখন শয়তান বলে: আমি তোমার থেকে মুক্ত। আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি।
[সুরা হাশর ৫৯:১৬]

আল্লাহ আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে রাখুন। আমিন।