জীবনে এমন একটা মানুষ থাকা খুব প্রয়োজন! যে জোর করে মোবাইলে রিচার্জ করে দেবে। ༅༎•মানুষ পাল্টে যায় স্বার্থের জন্য! আর আজকাল বন্ধু গুলো পাল্টে যাচ্ছে প্রেমের জন্য। ༅༎•শুনেছি ভালো ছেলেদের কপালে নাকি দজ্জাল বউ জোটে!! কথাটা শোনার পর খুব টেনশন এ আছি। ༅༎•ফোন করে অনলাইনে আসো বলার মতো কেউ নেই! তাই আমি সব সময় অনলাইনে থাকি। ༅༎
যখন তুমি রেগে গিয়ে কারো সাথে ঘৃণার সাথে কথা বলো, আর সে যদি ভালোবাসা দিয়ে জবাব দেয়, তাহলে বুঝবে সে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে ༅༎༅
যতবার তোমাকে ভুলতে চাই বা ভুলে যাওয়ার চেষ্টা করি তত বেশি করে তুমি আমার হৃদয়ের কাছাকাছি চলে আসো ; অভিমান বোধহয় ভালবাসা বাড়িয়ে দিয়ে যায়।