আজকে তুমি রাগ করছো, দুঃখ পাবো তাতে। কালকে যখন মরে যাবো, রাগ দেখাবা কাকে? বিধির বিধান এই রকমি, একদিন তো যাবো মরে বুঝবে সেদিন তুমি, ভালবাসতাম শুধু তোমাকে!
জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পরেছি, জানতাম না কাকে বলে ভালো ভালোবাসা, শিখিয়েছ তুমি।
প্রেম মানে হৃদয়ের টান, প্রেম মানে একটু অভিমান, ২টি পাখির ১টি নীর ১টি নদীর ২টি তীর, ২টি মনের ১টি আশা তার নাম ভালোবাসা।
কিছু স্বপ্ন সুধু স্বপ্নই রয়ে যায়, কিছু কথা না বলাই রয়ে যায়, কিছু ভালবাসা শুদু ভালবাসায় রয়ে যায়।
😍
Мне нравится
Комментарий
Перепост
Shakil Khan
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?