#যানার_শেষ_নেই_যেনে_রাখা_প্রয়োজন
বটগাছের বীজ মাটিতে পড়লেই চারা হয় না ।
বট,অশত্থ এই ধরনের গাছের ফল পাখিরা খেলে পাখির পাকস্থলীতে কয়েক ঘন্টা থাকার পর( নির্দিষ্ট তাপমাত্রায় ও উৎসেচকের উপস্থিতিতে ) ওই বীজ অঙ্কুরোদগমের উপযোগী হয়। পরে মলের সাথে ওই জারমিনেটেড বীজ বাইরে আসলে তা থেকে চারা বেরোয়। বাইরের স্বাভাবিক পরিবেশে কোন ভাবেই এটা হয় না। তাই পাখি ফল না খেলে এই ধরনের গাছের চারা হওয়া সম্ভব নয়। প্রসঙ্গত এটাও জানা দরকার যে ওই গাছের ফল খায়,টিয়া জাতীয় এমন পাখি যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়,তবে বট,অশত্থ গাছ ও পৃথিবী থেকে
বিলুপ্ত হয়ে যাবে।এ ভাবেই আফ্রিকার ডোডো পাখি বিলুপ্ত হয়ে যাওয়ায় ওখানকার একশ্রেণীর গাছও একই নিয়মে বিলুপ্ত হয়ে গেছে। তাই সকলের কাছে অনুরোধ জৈব বৈচিত্র্য রক্ষায় উদ্যোগী হোন। কারন ছোট ছোট কীট পতঙ্গের উপরেও অনেক বড় জীব প্রজাতি নির্ভরশীল আমরা হয়তো সেটা জানিই না।
Affiya Jannat
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?