বই দুটি ঠিক দরজার কাছে তক্তপোশের উপর পড়িয়া আছে। মামা অতি সাবধানে বই দুখানা দখল করিয়া নিচে নামিয়া আসিলেন।
খানিক পরে গোপালচন্দ্রের ডাক পড়িল। গোপাল আসিতেই মামা জিজ্ঞাসা করিলেন, তোর ছুটির আর কদিন বাকি আছে?গোপাল বলিল,আঠারো দিন।মামা: বেশ পড়াশুনা করছিস তো? না কেবল ফাঁকি দিচ্ছিস?গোপাল: না, এইতো এতক্ষণ পড়ছিলাম।মামা: কি বই পড়ছিলি?গোপাল: সংস্কৃত।মামা: সংস্কৃত পড়তে বুঝি বই লাগে না? আর অনেকগুলো পাতলা কাগজ, আঠা আর কাঠি নিয়ে নানা রকম কারিকুরি করার দরকার হয়?
Aimer
Commentaire
Partagez
hanif ahmed Romeo
supprimer les commentaires
Etes-vous sûr que vous voulez supprimer ce commentaire ?