এই যে পানির পট পানির পর্দা দেখে আমার মনে পড়লো এই যুদ্ধের কথা যে যুদ্ধে দিতে গিয়ে আমাদের এত প্রাণপ্রিয় ভাই শহীদ হয়ে গিয়েছেন মুগ্ধ মুক্ত ভাই পানি দিতে গিয়ে হয়েছেন মুক্ত ভাইয়ের কথা আজও মনে পড়ে আপনাদের কারো কি মনে আছে সেই মুগ্ধ কথা যে কিনা হাজারো মানুষের ঢলে দিতে গিয়েছিল পানি লাগবে কারো পানি আজ সে চলে গেছে অনেকদিন হয়েছে না ফেরার দেশে আর কখনোই তার সাথে হবে না দেখা যে চলে যায় আমাদের মাঝ থেকে শেয়ার কখনো ফিরে আসে না মুগ্ধ ইতিহাসে রচিত হয়ে থাকবে আল্লাহ যেন মুখ থেকে জান্নাত বাসী দান করে মুক্ত ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আপনার কামনা #befor#alleveryone
Me gusta
Comentario
Compartir