আমরা ঠিক ৯০ দশকের না হলেও, সেই সময়ের আসল সৌন্দর্যটা ঠিকই পেয়েছি।
না ছিল স্মার্টফোন, না ছিল সারাদিন স্ক্রিনে চোখ—
ছিল গলির খেলাধুলা, টিভির প্রিয় কার্টুন, আর ছিল এমন কিছু বন্ধু যারা ছিল একেবারে বিশ্বাসযোগ্য।
সেই সরল জীবন, মাটির গন্ধ, আর একসাথে সন্ধ্যার গল্পগুলো—সত্যিই আজও মনে পড়ে।
সেই দিনগুলো ছিল জীবন, আজ যেন শুধু সময় Miss You 🥲
Synes godt om
Kommentar
Del