আমরা কখনই অতীতকে নতুন করে লিখতে পারি না। আমাদের বলা কথা, করা কাজ, দেওয়া ভালোবাসা—সবকিছু ঠিক সেখানেই থাকবে, যেখানে আমরা সেগুলো রেখে এসেছি: সেই পৃষ্ঠাগুলোতে যেখানে আমরা সেগুলো লিখে গেছি।
মাঝেমধ্যে, এই সত্যটা মেনে নেওয়ার জন্য অনেক সাহস লাগে। অনেক সময় দুঃখ আর অনুশোচনা ছেড়ে দেওয়া কঠিন হয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের গল্প কখনো থেমে যায় না, এগিয়ে যেতেই হয়। আর এটি আমাদের উপর নির্ভর করে🌸
Мне нравится
Комментарий
Перепост