জীবন টা কেমন ছন্নছাড়া হয়ে গেছে। একটা ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরেকটা ধাক্কায় হুমড়ি খেয়ে পড়ি। এতটা ক্লান্ত হয়ে যাই যে আর উঠে দাঁড়ানোর শক্তি পাইনা।
চারিপাশে তাকিয়ে দেখি গাঢ় অন্ধকার। কেউ হাত ধরে টেনে ওঠাবে এমন কাছের কোনো মানুষ নেই। যাদের কে কাছের ভাবি তারা আমার ঢলে পড়ে যাওয়ার দৃশ্য দেখে দূর থেকে মুচকি হাসে।Viralthreads
Mi piace
Commento
Condividi