30 w ·Traducciones

মানুষকে খুশি রাখা-এটা যেন এক অসম্ভব চেষ্টার নাম। আপনি যতই ভালো করুন, যতই নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ান, কেউ একজন একটুখানি স্বার্থে আঘাত পেলেই ভুলে যায় সেই শত উপকার। চেনা মুখগুলো যেন হঠাৎ করেই অচেনা হয়ে যায়... মনের গভীরে কষ্ট জমে, কিন্তু মুখে হাসি ধরে রাখতে হয়-এই তো জীবন। তবুও মন চায়, ভালো থাকুক সবাই.. আমরা যেন মানবতা হারিয়ে না ফেলি... কারণ দিন শেষে, এইটুকুই তো আমাদের পরিচয়