30 میں ·ترجمہ کریں۔

আমার দূরে কোথাও চলে যেতে ইচ্ছা করে কোনো কিছুতেই আর ভালো লাগে না।
আনন্দে হাসতে ভালো লাগেনা, দুঃখে কাঁদতে ভালো লাগে না। কাছের কাউকে নিজের ব্যাপারে কিছু বলতেও আর ভালো লাগেনা 🙂
এখন মানুষের সাথে মিশতে ভয় করে। সবকিছুর উপর থেকে কেনো যেনো মন উঠে গেছে
আমার আর কিছুই ভালো লাগে না 😄😊