প্রথম স্পর্শ
তুমি এলে হঠাৎ, যেন বসন্ত এসে পড়ল,
আমার হৃদয় পাখির মতো ডানা মেলল।
তোমার প্রথম স্পর্শে ঝরল নতুন গান,
যেন হারিয়ে যাই দূরের সব অন্ধকার জগৎ প্রাণ।
তোমার হাত যখন আমার হাতে আসে,
একটা অজানা আনন্দ মনে বাসা বাঁধে।
চোখে চোখ রাখি, দেখি স্বপ্ন ভাসে,
তুমি আমার জীবনের আলো হয়ে হাজির।
তুমি না বললেও বুঝি ভালোবাসা,
তোমার চুপির ভেতর লুকিয়ে আছে এক খুশির আশা।
তুমি আমার হৃদয়ের গোপন ঠিকানা,
যেখানে বাস করে নিঃশব্দ প্রেমের পাখি পানা।
প্রথম স্পর্শের সেই মধুর স্মৃতি,
বুকে জ্বলজ্বল করে আজও অমলিন অমৃতি।
তুমি আমার স্বপ্ন, তুমি আমার ভালোবাসা,
যে ভালোবাসা চিরকাল থাকবে হৃদয়ের পাশে।
তুমি এলে হঠাৎ, যেন বসন্ত এসে পড়ল,
আমার জীবনে ফিরে এলো নতুন আলো আর ভালোলাগা।