12 ш ·перевести

প্রথম স্পর্শ

তুমি এলে হঠাৎ, যেন বসন্ত এসে পড়ল,
আমার হৃদয় পাখির মতো ডানা মেলল।
তোমার প্রথম স্পর্শে ঝরল নতুন গান,
যেন হারিয়ে যাই দূরের সব অন্ধকার জগৎ প্রাণ।

তোমার হাত যখন আমার হাতে আসে,
একটা অজানা আনন্দ মনে বাসা বাঁধে।
চোখে চোখ রাখি, দেখি স্বপ্ন ভাসে,
তুমি আমার জীবনের আলো হয়ে হাজির।

তুমি না বললেও বুঝি ভালোবাসা,
তোমার চুপির ভেতর লুকিয়ে আছে এক খুশির আশা।
তুমি আমার হৃদয়ের গোপন ঠিকানা,
যেখানে বাস করে নিঃশব্দ প্রেমের পাখি পানা।

প্রথম স্পর্শের সেই মধুর স্মৃতি,
বুকে জ্বলজ্বল করে আজও অমলিন অমৃতি।
তুমি আমার স্বপ্ন, তুমি আমার ভালোবাসা,
যে ভালোবাসা চিরকাল থাকবে হৃদয়ের পাশে।

তুমি এলে হঠাৎ, যেন বসন্ত এসে পড়ল,
আমার জীবনে ফিরে এলো নতুন আলো আর ভালোলাগা।

9 часы ·перевести
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻
12 часы ·перевести

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

12 часы ·перевести

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

12 часы ·перевести

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

12 часы ·перевести

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।