তুমি কখনই হারামের মধ্যে থেকে হালাল ভাবে চিন্তা করতে পারবা না। শয়তান দিবেই না করতে।
সবার আগে হারাম সব কিছু কে নিজের থেকে দূরে নিতে হবে। আমরা অনেক সময় বুঝিই না কোনটা হারাম আর কোনটা হালাল। শয়তান বিভিন্ন যুক্তি দাড় করায় আমাদের সামনে যার মাধ্যমে নিজেদের হারাম কাজ গুলো কে আমাদের হারাম মনে হয় না।
হালাল রুজির মাধ্যমে বরকত রহমত এবং সম্পদশালী হওয়া যায় ভালো থাকা যায়। শুধু হারাম এবং শয়তানকে ত্যাগ করতে পারলেই প্রশান্তিময় জীবন অপেক্ষা করছে সকলের জন্য।।
হারাম শুধু সুদ ঘুষ এগুলো না আরো অনেক কিছু রয়েছে। একটু চিন্তা করুন আপনি যে কাজটি করছেন বা যেখান থেকে আপনার ইনকাম আসছে সেটা আল্লাহ করতে বলেছি কি বলেনি বললে সেটা হালাল আর না বললে সেটা হারাম ।
হারামের মাধ্যমে আয়েশ করতে পারবেন কিছু দিন কিন্তু হারাম আপনার জীবনকে ধ্বংস করে দিবে।।।
আমরা দুনিয়াতে যা কিছু করছি অনেকেই বলে সকল কিছু আল্লাহর ইচ্ছায় হয় না। আল্লার ইচ্ছা যিনা, পরকীয়া , হারাম, সুদ ঘুষ নয়। এগুলো আল্লাহ তাআলার অনুমোদিত হয় আল্লাহর ইচ্ছাতে নয়।
আল্লাহ তাআলা অনুমতি দেয় কর তোমার যা ইচ্ছা কিন্তু কাল বিচার দিবসে সকল কিছুর বিচার এবং শাস্তি নির্ধারিত রয়েছে।।।
MD Maksudur Rahman
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟