এই বইটা মূলত নাস্তিকদের জন্য, যারা আল্লাহকে বিশ্বাস করে না।
কিন্তু এইটা আপনি বা আমি কেন ও পড়ব আমরা তো তাদের কাতারের নই। আলহামদুলিল্লাহ।
কিন্তু বর্তমানে বিশৃঙ্খল এই যুগে অনেক অনেক প্রশ্নের সামনা সামনি আমাদের হতে হয় মনে প্রানে আল্লাহকে দৃঢ় বিশ্বাস করলেও। সেগুলোকে প্রমাণ করার মত যুক্তি বা ব্যাখ্যা আমাদের কাছে থাকে না।
বইটি পড়লে আপনার মনে হতে পারে এটা এভাবেও ভাবা যায়।
সত্যিই একটি অসম্ভব সুন্দর বই, আরিফ আজাদ ভাই অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এত যুক্তিযুক্ত কথাবাত্রা আমি কখনোই পড়িনি। 🌿🌿
আলহামদুলিল্লাহ।

Mdarman908
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟