rahim90  
30 안에 ·번역하다

বাছাইপর্বের চার ম্যাচ হাতে থাকতেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী অক্টোবর ও নভেম্বরে চীন, অ্যাঙ্গোলা ও কাতার সফর করবে দলটি, খেলবে চারটি প্রীতি ম্যাচ। অক্টোবরে চীনে দুটি ম্যাচ ও নভেম্বরে অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে স্বাগতিকদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর সফর শেষ হবে কাতারে একটি ম্যাচ দিয়ে। সব ম্যাচেই থাকবেন লিওনেল মেসি।
বাছাইপর্বের বাকি চার ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি, কলম্বিয়া, ভেনেজুয়েলা ও ইকুয়েডর। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি আরও মজবুত করতে আগেভাগেই প্রীতি ম্যাচ নির্ধারণ করেছে এএফএ।

image