অভিশপ্ত নক্ষত্র চেনো? চেনো কি এই বিদীর্ণ দর্পণ
তুমি আমায় চেনো কি...!
তুমি তো আমার সেই মানুষ যাকে দেখলেই ভালবাসতে ইচ্ছে করে। আগলে রাখতে ইচ্ছে করে। বাবুই পাখির মতো ছোট্ট একটা সংসার সাজাতে ইচ্ছা করে। কাঁধে মাথা রেখে ফুঁপিয়ে-ফুঁপিয়ে কেঁদে জমানো অভিমানগুলো বলতে ইচ্ছে করে। মাঝ রাতে মুভি দেখতে দেখতে গল্প করতে ইচ্ছে করে। ইচ্ছে করে যান্ত্রিক জীবন রেখে দূরে কোথাও চলে যাই তোমার বাহুডোরে শান্তির পরশে..!
তবে কেন এই দূরত্ব.?
কেন এত শোক.?
কেন এতো লুকোচুরি.?
এগুলো কি নিছক"ই কল্পনা নাকি কল্পনার আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতা..!
আমার কাছে একমাত্র বাস্তবতা আমি তোমাকে ভালোবাসি প্রিয় ( নানা ভাই )। যতদিন বেঁচে আছি এটাই থাকবে জীবনে।
Мне нравится
Комментарий
Перепост