1 y ·Vertalen

একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল যে, আল্লাহ আমি খুব কষ্ট করে আমার ঘর টা বানিয়ে ছিলাম। তুমি তুফান দিয়ে উরিয়ে দিলে, কেন করলে? তখন আল্লাহ উত্তরে বললো, তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল, তোমাকে খাওয়ার জন্য! তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উরিয়ে দিলাম। আল্লাহ আমাদের জীবন থেকে কিছু মানুষকে কেরে নেয়; এই জন্য যেন তাঁরা আমাদের ক্ষতির কারণ না হয়।🖤