পুরুষ হওয়া মোটেও সহজ কাজ নয়! অনেক কিছু সইতে হয়। বউকে বেশি ভালোবাসলে বউ ভাড়ুয়া আবার মায়ের কথা শুনলে মাম্মাজ বয় শুনতে হয়। বাসার বাইরে থাকলে লাফাংগা আর বাসায় থাকলে আইলসা শুনতে হয়। বউকে চাকরি করতে দিলে বউয়ের কামায় খায় আর চাকরি করতে না দিলে ডোমিনেটিং শুনা লাগে। পুরুষ মানুষের কান্না করা যাবে না, আবেগ প্রকাশ করা যাবে না। পুরুষ হইতে গেলে স্ট্রং হইতে হবে। ইমোসন দেখাইলে হাফ লেডিস তকমা শুনতে হয়! কোন লাইনে দাড়ালে মেয়েদের আগে দাও, তুমি তো পুরুষ। তাতে যতই কাজ কাম করে ক্লান্ত হয়ে থাকনা কেন! কোন এক্সিডেন্ট হলে মেয়ে হইলে ইটস ওকে ভুল হয়ে গেছে। ছেলে হইলে আগে মাইর জুটে। পুরুষের জন্য দুনিয়াটা মোটেও সহজ নয়।
처럼
논평
공유하다