খেটে খেতে পারো না?’
লোকটি বলল, ‘কি করবো হুজুর, কাজ পেলে কি আর ভিক্ষা করতাম? কাজ না পেয়েই তো পেটের দায়ে ভিক্ষায় নেমেছি।’
নবীজীর মায়া হলো। ভাবলেন, সাহায্য দিলে হয়তো একবেলা তাঁর আহার জুটবে। কিন্তু তারপর? সারাজীবন কি একটি লোক ভিক্ষা করে কাটাবে? এমন কিছু করা দরকার যাতে তাঁর অভাব দূর হয়। মানুষের কাছে হাত পেতে অপমান সইতে না হয়। মহানবী (সাঃ) তাঁকে বললেন, ‘তোমার বাড়িতে কি এমন কিছু আছে যা বিক্রি করতে পারবে?’
লোকটি বলল, ‘হুজুর, আমি গরীব মানুষ। তেমন কিছুই নেই। তবে ঘরে একটি কম্বল আছে, চাইলে ওটা বিক্রি করা যায়।’
নবীজী বললেন, ‘ঠিক আছে, তাই করো। তোমার একমাত্র সম্বল কম্বলটাই নিয়ে এসো।’
Me gusta
Comentario
Compartir
Suraiya Soha
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?