পরদিন সকালে সে সোলায়মানের বাড়ি গিয়ে হাজির হলো। সালাম বিনিময়ের পর সোলায়মান তাঁর আগমনের কারণ জানতে চাইলেন। রুবায়া বলল, ‘বাণিজ্যে যাচ্ছি, মালামাল কেনার জন্য আরো কিছু স্বর্ণমুদ্রা দরকার। আপনি যদি একহাজার স্বর্ণমুদ্রা ধার দেন তবে এক বছর পর তা শোধ করে দেবো।’
সোলায়মান বললেন, ‘ধার দিতে সমস্যা নেই, তবে জামিনদার দরকার।’
রুবায়া বলল, ‘আমার জামিনের জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট।’
রুবায়া যেমন পাক্কা ঈমানদার, সোলায়মানও তাই। রুবায়ার কথা শুনে বললেন, ‘আপনি ঠিকই বলেছেন, আল্লাহই জামিনের জন্য যথেষ্ট।’
Gefällt mir
Kommentar
Teilen
Suraiya Soha
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?