মিথ্যে কথা! লোকটি চেঁচিয়ে বলল, ‘এসব কাহিনী বানিয়ে তুমি আমার কাছ থেকে কিছুই আদায় করতে পারবে না।’
ফেরেশতা বলল, ‘আমি মোটেও মিথ্যা বলিনি। মিথ্যা বলছেন আপনি। আল্লাহ মিথ্যাবাদীকে ভালোবাসেন না। আপনি তওবা করুন, নইলে আপনার ভাগ্য আবার আগের মত হয়ে যাবে।’
লোকটি ফেরেশতার কথায় কান না দিয়ে তাঁকে তাড়িয়ে দিল। পরদিন ঘুম থেকে জেগে দেখতে পেলো,তার শরীর জুড়ে আবার কুষ্ঠরোগ থকথক করছে। সে শুয়ে আছে এক কুঁড়েঘরে। আর তার যে এত উট ছিল সেগুলোর কোন হদিস নেই।
ফেরেশতা এবার গেল টাকমাথা লোকটির কাছে। তাকেও বলল, ‘আমি এক মুসাফির। আমাকে আল্লাহরওয়াস্তে একটি গরু দান করুন।’ কিন্তু কুষ্ঠরোগীর মত সেও তাঁকে তাড়িয়ে দিল। বলল, ‘আমার মাত্র অল্প কয়টা গরু, তোমাকে কোথা থেকে গরু দান করবো?’
Suraiya Soha
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?