ফেরেশতা বলল, আল্লাহর নাশোকর বান্দা হবেন না। তাহলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন।’
‘না, হবে না। আমি এখানে দানছত্র খুলে বসেনি। কি আবদার! অন্তত একটা গরু দান করুন!’
ফেরেশতা বলল, ‘আপনাকে বোধহয় আমি চিনেছি। আপনার বিশাল টাক ছিল। লোকে সে জন্য আপনাকে ঘৃণা করতো। পরে আল্লাহ আপনাকে সুস্থ করে দেন এবং আপনাকে একটা গরু থেকে অনেক দান করেন।’
লোকটি বলল, ‘কি যা তা বলছো। যাও এখান থেকে।’
ফেরেশতা বলল, ‘যাচ্ছি, তবে মনে রাখবেন, যিনি সম্পদ দিতে পারেন তিনি সম্পদ নিতেও পারেন। আপনি মিথ্যা বললে আবার আগের মত হয়ে যাবেন।’ ফেরেশতা চলে গেল। দেখতে দেখতে লোকটি আবার আগের মত টাক মাথা ও গরীব হয়ে গেল।
লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন
Suraiya Soha
মন্তব্য মুছুন
আপনি কি এই মন্তব্যটি মুছে ফেলার বিষয়ে নিশ্চিত?