ভোরের স্নিগ্ধ বায়ু কানে কানে এসে বললো-
তুমি ভালো নেই
সকালের মিষ্টি রোদ গায়ে পরশ বুলিয়ে বলে গেলো-
তুমি ভালো নেই
শরতের সুনীল আকাশ আমায় ডেকে বলে গেলো-
তুমি ভালো নেই
গুচ্ছ গুচ্ছ তুলোর মতো সাদা সাদা মেঘ আমায় বললো-
তুমি ভালো নেই
জানালার পাশে নারিকেল গাছের পাতা দুলে দুলে বললো-
তুমি ভালো নেই
তোমার বার্তাবাহক ভোরের পাখিটা ডেকে আমায় বললো-
তুমি ভালো নেই
দূরের চাঁপাগাছ চাঁপাফুলের সুবাস একটু কমিয়ে বুঝালো-
তুমি ভালো নেই
তোমার ইস্পাত কঠিন অভিমানও আমায় জানিয়ে দিলো-
তুমি ভালো নেই।
বিশ্বাস করো মণি
আমিও ভালো নেই
তুমি ছাড়া আমি ভালো থাকতে পারি না
তুমি ছাড়া আমি ভালো থাকি না।
তুমি ভালো নেই
Me gusta
Comentario
Compartir
Salamsheikh00001111
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?