1 Y ·ترجمه کردن

“হে আদম সন্তান! তুমি আমার ইবাদতের জন্য ঝামেলামুক্ত হও,
আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেবো এবং তোমার অভাব দূর করে দিব।

আর যদি তা না করো, তবে তোমার হাতকে ব্যস্ততায় ভরে দেবো এবং তোমার অভাবও দূর করবো না।”

(তিরমিজি : ২৪৬৬, ইবনে মাজাহ : ৪১০৭)