গত বছর
ঠিক মাগরিবের পর
আমি আমার মুমূর্ষু সন্তানের আত্ননাদ শুনেছি।আমি আমার সন্তানের সেই মায়া
ভরা চোখের হাহাকার দেখেছি।
আমি আমার মৃত সন্তানকে গোসল করিয়েছি।দাফন করতে দেখেছি।
এ মৃত্যু আমার জীবনে আমূল পরিবতন
এনেছে।আমি মানুষ চিনেছি।
আমি ধৈয্যকে আকড়ে ধরেছি।
আল্লাহ আমাকে সফলতা দিয়েছেন।
তিনি আমাকে ছেড়ে যান নি।
আল্লাহ আমার ছোট সন্তানকে
জান্নাতের পাখি বানিয়ে দিন।
সকল কবরবাসীকে গুনাহ মাফ করুন।
তাদের জান্নাত বাসী করুন।
お気に入り
コメント
シェア