বন্ধুরা সবাই মিলে একটু আড্ডা আসলে জীবনে আনন্দ ফুর্তি বন্দনা না থাকলে করা যায় না আমরা সব বন্ধু মিলে অনেক জায়গায় ঘোরাফেরা করি তাল খাতি যাই তারপর মুড়ি মাখা সবাই মিলে সবার সাথে সবাই ভালোভাবে ভীষণ মেলামেশা করি সবাই একসাথে মিশে স্কুলে যায় বই পড়ি না আমাকে এদিকটা ঠিক আছে শুয়ে থাকেনা মনের ভুলেও না আমরা ক্লাস টেনে পড়ি এইবার পাঁচ মাস পরে স্কুল থেকে বিদায় নেব কত স্যারের সাথে কত বেয়াদবি করছে তার মনে পড়বে
