আমি আমার বউয়ের পক্ষে কথা বলবো না কেন,
আমার মায়ের পক্ষে কথা বলার জন্য আমার বাবা আছে,
ভাবীর পক্ষে কথা বলার জন্য আমার ভাই আছে,
বোনের পক্ষে কথা বলার জন্য তার হাসবেন্ড আছে। কিন্তু আমার বউয়ের আমি ছাড়া আর কে আছে,
আমার বউ যদি কোন অন্যায় করে তাহলে আমি তার বিচার নিজের হাতে করমু আর যদি অন্যায় না করে তাহলে আমি তাকে ভালোবেসে মাথায় তুলে রাখবো, এখন আমি আমার বউকে ভালোবাসলে কে কি ভাবলো সেটা দেখার টাইম তো নাই আমার কাছে আসলে আমরা পুরুষরা মেয়েদেরকে বুঝতে চাই না।