তোমায় রতন দিয়ে ভরিয়ে রাখার ক্ষমতা আমার নেই,
তবে যতন করে জড়িয়ে রাখতে পারবো।
তোমায় নিয়ে পৃথিবী ঘুরার সাধ্য আমার নেই,
তবে তোমায় আমার পৃথিবী বানিয়ে রাখবো।
তোমায় নিয়ে ঘন ঘন রেস্টুরেন্টে যেতে পারবো না,
তবে ঘনঘন ফুচকা খাওয়াতে পারবো।
তোমায় নিয়ে প্রতি সপ্তাহে শপিং এ যেতে পারবো না,
তবে রেশমি চুড়িতে হাত দুখানা ভরিয়ে দিতে পারব।
তোমায় রাজরানী বানাতে না পারি তবে আমার হৃদয়ের রানী করে রাখবো।🥰