চালাক বউ আর কাঁচকলা
একটা গ্রামের কথা। সেখানে বাস করত রফিক আর তার বউ নাসিমা। রফিক ছিল সহজ-সরল, তবে একটু বেশি কথা বলত। আর নাসিমা ছিল বুদ্ধিমতী—কিন্তু স্বামীকে সব সময় একটা শেখাতে চাইত।
একদিন সকালে রফিক ঘুম থেকে উঠে বলল,
— আজ এমন কিছু খেতে চাই, যেটা খেয়ে মন ভরে যাবে!
নাসিমা ভাবল, আজ একটা শিক্ষা দিতে হবে। রান্নাঘরে গিয়ে কাঁচকলা সেদ্ধ করে, তাতে নুন-হলুদ ছাড়া কিছুই দিল না। প্লেটে সাজিয়ে স্বামীকে দিল।
রফিক মুখে তুলেই বিরক্ত হয়ে বলল,
— কী করেছ এটা! এমন অখাদ্য রান্না করছ কে?
নাসিমা শান্তভাবে বলল,
— তোমার আম্মার কাছ থেকে শিখেছি।
রফিক একটু থমকালো। তারপর বলল,
— আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। মা যেমন, রান্নাও তেমন!
নাসিমা হেসে বলল,
— তাইলে এতক্ষণ ধরে গালাগালি করছিলে কেন? নিজের মা'কে গালি দিচ্ছ?
রফিক লজ্জায় মাথা নিচু করল।
নাসিমা আবার বলল,
— আর শোনো, যার নাম করে মানুষ খায়, তার নাম করে খারাপ বলা ঠিক না!
সেই দিন থেকে রফিক আর কখনও রান্না নিয়ে কিছু বলেনি। শুধু খায় আর মাথা নাড়ে—“ভালোই হইছে!”
#sifat10