গাধা আর দোকানি
একবার এক দোকানি তার গাধার পিঠে লবণের বস্তা চাপিয়ে নদী পার হচ্ছিল। মাঝ নদীতে গিয়ে গাধা হঠাৎ পা ফসকে পড়ে গেল জলে। লবণ গলে গিয়ে হালকা হয়ে গেল বোঝা।
গাধা খুশি! ভাবল, এ তো ভালো কায়দা! ভার কমাতে হলে জলে পড়ে যেতে হয়!
পরের দিন দোকানি আবার লবণের বস্তা চাপিয়ে নিয়ে চলল নদীর দিকে। গাধা সুযোগ পেয়ে এবার নিজেই লাফ দিয়ে পড়ে গেল পানিতে। লবণ গলে গেল, সে হালকা হয়ে হাসল।
তবে দোকানি ছিল বুদ্ধিমান। সে বুঝে গেল গাধার চালাকি।
তৃতীয় দিন সে লবণের বদলে তুলোর বোঝা চাপিয়ে দিল গাধার পিঠে।
গাধা আবার নদীতে লাফ দিল। কিন্তু তুলো তো জলে ভিজে গিয়ে আরো ভারী হয়ে গেল! এবার গাধার অবস্থা কাহিল। টানতে টানতে কোনোমতে পারে উঠল।
দোকানি বলল,
— কৌশল একবার চললে, বারবার চলে না। বুঝেছ গাধা ভাই?
গাধা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। সেই থেকে আর কখনও পানি দেখলেই ঝাঁপ দিত না।
#sifat10