বোকা জসিম আর তালগাছ
গ্রামের এক কোণে থাকত জসিম নামে এক বোকাসোকা লোক। কারো কথায় সহজেই বিশ্বাস করত। একদিন তার এক বন্ধু এসে বলল,
— জসিম, জানিস? তোর উঠোনের তালগাছটা যদি বিক্রি করিস, ভালো দাম পাবি!
জসিম চমকে উঠল,
— তালগাছও নাকি বিক্রি হয়?
বন্ধু বলল,
— হ্যাঁরে ভাই! তালগাছের ছায়া, পাতা, ফল—সবকিছুর দাম আছে!
পরদিনই জসিম বাজারে গিয়ে ঘোষণা দিল,
— আমার তালগাছ বিক্রি করব। দাম লাগবে একশো টাকা, তবে গাছ কাটা যাবে না!
সবাই হাসল। একজন কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল,
— গাছ বিক্রি করবি কিন্তু কাটতে দিবি না? তাহলে তো তোর গাছই থাকল!
জসিম গম্ভীর মুখে বলল,
— না, গাছটা আমার উঠোনে থাকবে ঠিকই, কিন্তু ছায়া, পাতা আর পাখিদের ডাক বিক্রি করলাম! ওগুলা যার খুশি সে কিনে নিক!
একজন পয়সাওয়ালা মজা পেয়ে বলল,
— আচ্ছা, আমি কিনলাম। তবে পাখিদের ডাক যদি কম হয়, ফেরত চাই!
জসিম মাথা নাড়ে,
— পাখিদের গ্যারান্টি নাই, তবে ছায়া গ্যারান্টি আছে!
এই বলে জসিম সবাইকে তাক লাগিয়ে দিল। তারপর থেকে গ্রামে তার নাম হয়ে গেল—“তালবিজ্ঞানী জসিম”!
#sifat10